Monday, June 10, 2013

Daily Hadith in Bangla (বাংলা দৈনিক হাদীস)

Here you will find every day new hadith(এখানে আপনারা প্রতিদিন নতুন নতুন হাদিস পাবেন)


Ibn Abbas ra. Narrated from the Prophet karima of the Day of Resurrection will be asked how many jatigosthira people have shown me a picture of her. I saw the Prophet narrates with a low number on ten. But the aselana, with one or two on her. But it does not follow that the Prophet narrates her. Then I brought a large group of people. I think that they will follow me. We are told, they greet him and followed mucha. Tell me, you look at the other side. I takalama. I saw a large group of people. Tell me, I look at the other side. I takalama. But there is a huge group. Tell me, I followed all your. And among them there are seventy thousand people, who have no accounts - balance sheet and will enter Paradise without punishment. After saying these words the Prophet of Allah went to his room. Who are these people who will be present at the debate was over. Anybody know anybody, they will be all the people who had the Prophet Prophet's company. Whoever said, is that they are all people who have been born again not shirk. He also said the other. Meanwhile, the Prophet narrates that the Prophet said to them. He said you were debating? They said that all the people who will be working on this issue we discussed. The Prophet The Prophet said: They are those people. The family - not phumka. Family - you do not phumka. SYMPTOMS kulaksana subha who do not believe. It just depends on their Lord (taoyakkula) is. I was standing at the ukasa the mihasana said: O Prophet! You make dua to Allah, he told me that all people are included. Then the Prophet said to the Prophet, when you include them. He said another standing O Prophet! You make dua to Allah, all the people, including myself he said. Then the Prophet said to the Prophet, you ukasa exceeded. (Description: Bukhari and Muslim)

Prophet The Prophet said: O men! The donation - Add sadaka. Add more than the forgiveness of Allah. But hell, I saw you at a premium. However, after hearing from one of the women - whose name was jayala - the question is, O rasulallaha! Why are we at? Why the hell should we know? The Prophet said to the Prophet: O ye that ungrateful towards her, and damn good ones. (Description: Muslim)

It is huraira. Narrated from the Prophet the Prophet said: Allah whom Allah said he did not have the resources bisadhara culaoyala its assets will be turned into a snake. I would like sinyera the poisonous teeth. This will be the Day of Resurrection snake round his neck. It will not sting him with the will, the resources you, I saved you. After talking to the Prophet that the Prophet recited the verse at the end: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة And those whom Allah has given them of His grace, which is the greediness of some people who think they do that, it's good for them. But for them it akalyanakara. They had the greediness, the Last Day, it will land on their beri. Description: Bukhari

(Phiraa 'Own / from Pharaoh's people) that person, (ii Moses' Salam on laihisa) believe aniyachila (and his secret imanake rakhiyachila) kaomake balila too, my brothers, you follow me and I'll tomadigake virtues off the road. My brothers and I was home for a few days in the jindegi I shall akheratei. I shall do that he serupa shall reflect the work that has neka, male and female though whether he shall enter Paradise, where they shall come ruji unrestrained. My brothers, it was like, and I invite tomadigake at the ditechi, you let me down dakitecha Fire, he told me this story that every dakitecha, I allaha taya 'La denied and that the object of his worship that which I do not know. I tomadigake great strength, invites ditechi mahaksamasilera. I confirm that I have, but I dakitecha toward the object, not the world, it is not eligible to Dakar in the Hereafter, and indeed all of us allaha taya 'lara shall go to the back. And out of those limits shall worship taharai undoubtedly be doyakhi. I balitechi tomadigake whatever, you shall remember the call of the future. The subject of allaha taya 'lara handed over to the inst_autoimage.ycp. Surely all slaves allaha taya 'lara of tobacco products. (These were the consequences of that) allaha taya 'La muminake that protected them from unhealthy conspiracy rakhilena and auto phiraa' onidera may bring on a painful punishment. (Surah Allah 'minah 38-45)

*Hāśarēra maẏadānē yārā chāẏā lābha karabēna Yēdina sūrya māthāra khuba kāchē nēmē āsabē* 3ṭi hādīsa>> Ābu hurā'irā rā. Thēkē barṇita yē, rāsūlullā sāllāllāhu ālā'ihi ōẏā sāllāma balēchēna: Āllāha tā'ālā kēẏāmatēra dina balabēna, yārā parasparakē bhālōbēsēchē āmāra'i jan'ya tārā āja kōthāẏa? Āja āmi tādērakē āmāra chāẏāẏa chāẏā dāna karabō. Āja ēmana dina āmāra chāẏā byatīta āra kōna chāẏā nē'i. (Barṇanāẏa: Musalima 1988) Ābu hurā'irā rā. Hatē barṇita, rāsūla sāllāllāhu ālā'ihi ōẏā sāllāma balēchēna: Kēẏāmata dibasē sāta byaktikē āllāha tā'ālā tāra āraśēra chāẏātalē āśraẏa dibēna, yēdina tāra chāẏā byatīta bhinna kōna chāẏā thākabē nā- n'yāẏaparāẏana bādaśā; ēmana yubaka yē tāra yaubana byaẏa karēchē āllāhara ibādatē; ai byakti yāra hr̥daẏa sarbadā Sanśi¬ṣṭa thākē masajidēra sāthē; ēmana du byakti, yārā āllāhara jan'ya ēkē aparakē bhālōbēsēchē, ēbaṁ bicchinna haẏēchē tāra'i jan'ya; ēmana byakti, yākē kōna sundarī nētr̥sthānīẏā ēka ramaṇī āhbāna karala aślīla karmēra prati, kintu pratyākhyāna karē sē balala, āmi āllāhakē bhaẏa kari; Ēmana byakti, yē ērūpa gōpanē dāna karē yē, tāra bāma hāta ḍāna hātēra dāna samparkē abagata haẏa nā. Āra ēmana byakti, nirjanē yē āllāhakē smaraṇa karē ēbaṁ tāra du-cōkha bēẏē baẏē yāẏa aśrudhārā. (Bukhārī ō musalima) Ābu iẏāsāra kā'āba ibanē āmara rā. Thēkē barṇita, rāsūlullāha sāllāllāhu ālā'ihi ōẏā sāllāma balēchēna: Yē kōna r̥ṇagrasta bā abhābī byaktikē suyōga dēbē athabā tākē r̥ṇa ādāẏa thēkē abyāhati dēbē āllāha tā'ālā tākē nija chāẏāẏa āśraẏa dibēna. (Musalima 103) * Hasarera shadow over those who do not receive When the sun is at the head of the Hadith * 3 >>
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত তিনি বলেন, নবী করীম সা বলেছেন: কেয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন তার সাথে দশ জনের কম সংখ্যক অনুসারী। আরেকজন নবী আসেলন, তার সাথে একজন বা দুজন অনুসারী। আবার আরেকজন নবী আসলেন তার সাথে কোন অনুসারী নেই। এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হল। আমি ধারনা করলাম এরা আমার অনুসারী হবে। কিন্তু আমাকে বলা হল, এরা মূছা আলাইহিস সালাম ও তার অনুসারী। আমাকে বলা হল, আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম। দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হল, এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম। দেখলাম, সেখানেও বিশাল একদল মানুষ। আমাকে বলা হল, এরা সকলে আপনার অনুসারী। এবং তাদের মধ্যে সত্তর হাজার মানুষ এমন আছে, যারা কোন হিসাব-নিকাশ ও শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এ কথাগুলো বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে তাঁর ঘরে গেলেন। উপস্থিত লোকজন এ সকল লোক কারা হবে এ নিয়ে বিতর্ক জুড়ে দিল। কেহ কেহ বললো, তারা হবে ঐ সকল মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহচর্য লাভ করেছে। কেহ বললো, তারা হবে ঐ সকল মানুষ যারা ইসলাম নিয়ে জন্ম গ্রহণ করেছে আর কখনো শিরক করেনি। আবার অনেকে অন্য অনেক কথা বললো। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে আসলেন। বললেন, তোমরা কি নিয়ে বিতর্ক করছিলে? তখন তারা বলল, ঐ সকল লোক হবে কারা এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ঐ সকল লোক হলো তারা. যারা ঝাড়-ফূঁক করে না। ঝাড়-ফূঁক করতে যায় না। যারা কুলক্ষণ সুভ লক্ষণে বিশ্বাস করে না। আর শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর (তাওয়াক্কুল) করে। এ কথা শুনে উকাশা ইবনে মিহসান দাড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূল! আপনি আল্লাহ তাআলার কাছে দুআ করুন, তিনি যেন আমাকে এ সকল লোকদের অন্তর্ভূক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভূক্ত হয়ে গেলে। এরপর আরেকজন দাড়িয়ে বললেন, হে রাসূল! আপনি আল্লাহ তাআলার কাছে দুআ করুন, তিনি যেন আমাকেও এ সকল লোকদের অন্তর্ভূক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, উকাশা তোমাকে ছাড়িয়ে গেছে। (বর্ণনায় : বুখারী ও মুসলিম) আসুন আমরা যতটুকু পারি আমল করার চেষ্টা করি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : হে নারীগণ! তোমরা দান-সদাক করো। বেশী বেশী করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকহারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন -যার নাম ছিল জাযলা- প্রশ্ন করলো, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কেন এ অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশী সংখ্যায় যাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তোমরা স্বামীর প্রতি বেশী অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশী। (বর্ণনায় : মুসলিম)

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন কিন্তু সে যাকাত আদায় করলো না তার সম্পদকে বিষধর চুলওয়ালা সাপে পরিণত করা হবে। যার শিংয়ের মত দুটো বিষাক্ত দাঁত থাকবে। কেয়ামতের দিন এ সাপ তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। এ দিয়ে সে তাকে দংশন করতে থাকবে আল বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করলেন : وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آَتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ আর আল্লাহ যাদেরকে তাঁর অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর। বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। বর্ণনায় : বুখারী

পন রাখিয়াছিল) আপন কওমকে বলিল, আমার ভাইয়েরা, তোমরা আমাকে অনুসরণ কর আমি তোমাদিগকে নেকীর রাস্তা বলিয়া দিব। আমার ভাইয়েরা দুনিয়ার জিন্দেগী অল্প কয়েকদিনের জন্য এবং আর স্থায়ী নিবাস তো আখেরাতেই হইবে। যে খারাপ কাজ করিবে সে প্রতিফলও সেরূপ পাইবে, আর যে নেক কাজ করিয়াছে, পুরুষ হউক আর মহিলা হউক সে জান্নাতে প্রবেশ করিবে, যেখানে তাহারা বেহিসাব রুজী লাভ করিবে। আমার ভাইয়েরা, ইহা কেমন কথা, আমি তোমাদিগকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি, আর তোমরা আমাকে দোযখের দিকে ডাকিতেছ, তোমরা আমাকে এই কথার প্রতি ডাকিতেছ যে, আমি আল্লহ তায়া’লা কে অস্বীকার করি এবং এমন বস্তুকে তাহার অংশীদার সাব্যস্ত করি যাহাকে আমি জানিও না। আমি তোমাদিগকে প্রবল পরাক্রান্ত, মহাক্ষমাশীলের দিকে দাওয়াত দিতেছি। আর সুনিশ্চিত কথা তো এই যে, তোমরা আমাকে যে বস্তুর দিকে ডাকিতেছ, না উহা দুনিয়াতে ডাকার যোগ্য না আখেরাতে, আর নিঃসন্দেহে আমাদের সকলকে আল্লহ তায়া’লার নিকট ফিরিয়া যাইতে হইবে। আর যাহারা বন্দেগীর সীমা হইতে বাহির হইয়া যাইবে নিঃসন্দেহে তাহারাই দোযখী হইবে। আমি তোমাদিগকে যাহা কিছু বলিতেছি, তোমরা আমার এই কথা আগামীতে যাইয়া স্মরণ করিবে। আর আমি তো আমার বিষয় আল্লহ তায়া’লার নিকট সোপর্দ করিতেছি। নিঃসন্দেহে সমস্ত বান্দাগণ আল্লহ তায়া’লার দৃষ্টিতে রহিয়াছে। (পরিণতি এই হইল যে,) আল্লহ তায়া’লা সেই মুমিনকে তাহাদের অনিষ্টকর ষড়যন্ত্র হইতে সুরক্ষিত রাখিলেন এবং স্বয়ং ফিরআ’ওনীদের উপর কষ্টদায়ক আযাব নাযিল করিলেন। (সূরা মু’মিনঃ ৩৮-৪৫)

*হাশরের ময়দানে যারা ছায়া লাভ করবেন যেদিন সূর্য মাথার খুব কাছে নেমে আসবে* ৩টি হাদীস>> আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা কেয়ামতের দিন বলবেন, যারা পরস্পরকে ভালোবেসেছে আমারই জন্য তারা আজ কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করবো। আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোন ছায়া নেই। (বর্ণনায় : মুসলিম ১৯৮৮) আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: কেয়ামত দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোন ছায়া থাকবে না- ন্যায়পরায়ন বাদশা; এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে; ঐ ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশি¬ষ্ট থাকে মসজিদের সাথে ; এমন দু ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য ; এমন ব্যক্তি, যাকে কোন সুন্দরী নেতৃস্থানীয়া এক রমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি, কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল, আমি আল্লাহকে ভয় করি ; এমন ব্যক্তি, যে এরূপ গোপনে দান করে যে, তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না। আর এমন ব্যক্তি, নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দু-চোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা। (বুখারী ও মুসলিম) আবু ইয়াসার কাআব ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে কোন ঋণগ্রস্ত বা অভাবী ব্যক্তিকে সুযোগ দেবে অথবা তাকে ঋণ আদায় থেকে অব্যাহতি দেবে আল্লাহ তাআলা তাকে নিজ ছায়ায় আশ্রয় দিবেন। (মুসলিম ১০৩)

No comments:

Post a Comment