Sunday, March 31, 2013

The 40 hadith (প্রয়োজনীয় ৪০ হাদিস)

Here you will find every day new hadith(এখানে আপনারা প্রতিদিন নতুন নতুন হাদিস পাবেন)


The Prophet 40
01. Hazrat Muhammad (SAWS) said - that any person within his father - parents, children - and all human society may divert a greater favorite, I do not believe it is up to the person full of them.
02. comments. Karim Prophet (peace be upon him) said - that followed the words of another nation grouping.
03. Hazrat Muhammad (SAWS) said - Muslims denounce Fort poets.
04. Hazrat Muhammad (SAWS) said - people who work in the higher price for the sale of goods khadyasaha all the way to the house of Allah pain, disease, and poverty shall disease.
05. Hazrat Muhammad (SAWS) said - that person is my 40 Day of Resurrection, I will give them my ummatke paumchaiya khachabhabe his recommendation for debug.
06. Hazrat Muhammad (SAWS) - Gifts and ikamatera but that time is that it is not void.
07. Hazrat Muhammad (SAWS) said - that the prayers of the Terms of isara with the reward of worship is midnight. If he was, he left half of the night with Fajr prayers Gallery ibadatera reward is given.
08. Hazrat Muhammad (SAWS) said - after prayer the worshiper of the evil that I trust him rakata six years of worship reward is 1.
09. Hazrat Muhammad (SAWS) said - that no Muslim person shall ask him the secret of fire on the Day of Resurrection shall bridle.
10. Hazrat Muhammad (SAWS) said - that there was nothing in the Quran that gets destroyed by cells.
11. Hazrat Muhammad (SAWS) said - that they forget the Day of Resurrection, he was out with his ears and nose cut state shall meet.
12. Hazrat Muhammad (SAWS) said - is better than sitting in kebalamukhi sitting down.
13. Hazrat Muhammad (SAWS) said - muminake cinibara that way, he will raise daranera donor and the white man.
14. Hazrat Muhammad (SAWS) said - one hour of Allah be thought best to wait 70 years in worship.
15. Hazrat Muhammad (SAWS) said - when he is a servant of God within one's grasp of sejadate. So doya want to turn over.
16. Hazrat Muhammad (SAWS) said - that Allah shall drink alcohol in the 40 days of prayer is not accepted.
17. Hazrat Muhammad (SAWS) said - both of which the queen is the one with the Justice of the Day of Resurrection shall cut off his arm.
18. Hazrat Muhammad (SAWS) said - poor people than rich people 500 years ago, and 500 years of Resurrection shall beheste equal to half a day.
19. Hazrat Muhammad (SAWS) said - I shall be back yaioya parents. The parents can withdraw from the kaphere considered.
The 20. Hazrat Muhammad (SAWS) said - arababasike love for three things. Because I arababasi, jannatabasidera Quran in the Arabic language and Arabic languages. At
21. Hazrat Muhammad (SAWS) said - the person who helps the poor and the widows of those who dauraya based portfolios that dauraya for Jihad in the way of Allah. The. Hazrat Muhammad (SAWS) said - whoever jumuara Day 1 thousand times before his death, he shall duruda Sharif at the residence of behesta tell the laibe. At 23. Hazrat Muhammad (SAWS) said - you remember all the people buried yiyarata off because it gives karaiya.At
24. Hazrat Muhammad (SAWS) said - Allah shall forgive all my ummatake bahadurira with people from all sin, but that it shall not forgive them.At
25. Hazrat Muhammad (SAWS) said - that one's parents or any of his grave once a week jiyarata the way of sin is forgiven and forced child because his name is written. At
26. Hazrat Muhammad (SAWS) said - pesaba me very cautious now. Why not kabarerara further punishment thereof shall be made.At
27. Hazrat Muhammad (SAWS) said - that he forgot to read duruda on my way to forget behestera giyache.At
28. Hazrat Muhammad (SAWS) said - the people who turn on the screen or the screen rakhena and the government does not grant them any mischief does not admit any dekhileo taharai daiucha. Daiucha behestera perfume is not profit. Doyakhe let him 500 years away from it. Behesta for their forbidden.At
29. Hazrat Muhammad (SAWS) said - the amount of mustard vapor in the book whose hearts he shall not beheste.
30. Karim Prophet (peace be upon him) said - as much water for crop production by the human mind by serupa Music ankurita is monapheki and fake seeds.
31. Hazrat Muhammad (SAWS) said - that the well-ayu set out from his body in all of Fort Worth. Emanani set out from the nail.
32. Hazrat Muhammad (SAWS) said - may Allah Islamic prayer is preferred.
33. Hazrat Muhammad (SAWS) said - that a section of this niyate Education karila flair that will give him tadbara lokadigake Education Shahid neka shall be 70.
34. That is the goal of becoming the Muslim world flair Day of Resurrection, and the smell of Paradise profit to those who do not.
35. Hazrat Muhammad (SAWS) said - I'm also nekera alekadera work.
36. Hazrat Muhammad (SAWS) said - that the house is so bright that it pherestara yikira from the sky, we know duniyabasira tarakarasi I like bright.
37. Hazrat Muhammad (SAWS) said - but remember Allah whose appearance is dekhilei taharai oli God.
38. Hazrat Muhammad (SAWS) said - something that Allah China is discontent towards his work.
39. Hazrat Muhammad (SAWS) said - the body like head, serupa done for prayer.
40. Hazrat Muhammad (SAWS) said - that is religiously permissible, lawful smell that 40 of his mouth, and his dilake done in a way that hekamatera nurani light (knowledge) in a way that jharna yari.
What we try to do is never as straightforward as that.
প্রয়োজনীয় ৪০ হাদিস
০১। হযরতমুহাম্মদ(সাঃ) বলেছেন- যে পর্যন্ত কোন ব্যক্তির অন্তরে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানব সমাজ হতে আমি অধিকতর প্রিয় না হই সে পর্যন্ত সেই ব্যক্তি পূর্ন ঈমানদার হইতে পারবে না।
০২। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন – যে ব্যক্তি অন্য জাতিকে অনুসরন করে সে তাদেরই দলভুক্ত।
০৩। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- মুসলমানকে নিন্দা করা কবিরা গুনাহ।
০৪। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবার জন্য খাদ্যসহ যাবতীয় জিনিসপত্র বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করিয়া রাখে আল্লাহ তায়ালা তাকে কষ্ট, রোগ ও দারিদ্রতার রোগে আক্রান্ত করিবেন।
০৫। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি আমার ৪০টি হাদিস আমার উম্মৎকে পৌঁছাইয়া দিবে কেয়ামতের দিন আমি তাহার জন্য খাছভাবে সুপারিশ করিব।
০৬। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- আযান ও ইকামতের সময় যে দোয়া চাওয়া হয় তা রদ হয় না।
০৭। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে জামাতের সহিত ঈশার নামায আদায় করে তাকে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব দেওয়া হয়। আর যদি সে ফজরের নামাযও জামাতের সহিত আদায় করল তাকে বাকি অর্ধেক রাত্রি ইবাদাতের সওয়াব দেওয়া হয়।
০৮। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- মাগরিবের নামাযের পর যে ব্যক্তি ছয় রাকাত নামায মন্দ কথা না বলে পড়ে তাহাকে ১২ বৎসর ইবাদতের সওয়াব দেওয়া হয়।
০৯। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তিকে দ্বীনের কোন কথা জিজ্ঞাসা করিলে সে গোপন করে কেয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরান হইবে।
১০। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যার বুকে কোরআনের কিছুই নাই সে যেন ধ্বংশ হওয়া ঘরের ন্যায়।
১১। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে কোরআন পড়িয়া ভুলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।
১২। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- বসিয়া থাকার মধ্যে সবচেয়ে উত্তম হল কেবলামুখী হইয়া বসা।
১৩। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- মুমিনকে চিনিবার উপায় এই যে, সে হবে দাতা ও সাদা সিধা দরনের লোক।
১৪। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- এক ঘন্টা আল্লাহ তায়ালার সৃষ্টি নিয়ে চিন্তা করা ৭০ বৎসরের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ।
১৫। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যখন কোন বান্দা সেজদাতে থাকে তখন সে আল্লাহর অতি নিকটে থাকে। সুতরাং বেশী করিয়া দোয় চাও।
১৬। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে মদ পান করেন আল্লাহ তায়ালা তাহার ৪০ দিনের নামায কবুল করেন না।
১৭। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যাহার দুই বিবি অথচ উভয়ের সাথে ন্যায় বিচার করে নাই কেয়ামতের দিন তাহার বাহু বিচ্ছিন্ন হইয়া যাইবে।
১৮। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- গরীব লোক ধনবান লোকদের চাইতে ৫০০ বৎসর আগে বেহেস্তে যাইবে আর ৫০০ বৎসর কেয়ামতের অর্ধ দিবসের সমান।
১৯। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- তোমাদের পিতা মাতার নিকট হতে ফিরিয়া যাইওয়া। যে পিতা মাতার নিকট হইতে ফিরিয়া যায় সে কাফেরে গন্য।
২০। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- তিনটি বিষয়ের জন্য আরববাসীকে ভালবাস। কেননা আমি আরববাসী, কুরআন আরবী ভাষায় এবং জান্নাতবাসীদের ভাষা আরবী।
২১। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি গরীব ও বিধবার সাহায্যে দৌড়ায় সে ঐ ব্যক্তির ন্যয় যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দৌড়ায়।
২২। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে কেহ জুমুআর দিন ১ হাজার বার দুরুদ শরীফ পাঠ করিবে সে মৃত্যুর পূর্বে তাহার বাসস্থান বেহেস্ত দেখিয়া লইবে।
২৩। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- তোমরা কবর যিয়ারত করিও কারন ইহা মানুষকে মৃত্যু স্মরন করাইয়া দেয়। ২৪। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- আল্লাহ তায়ালা আমার সকল উম্মতকে ক্ষমা করিবেন কিন্তু যে সকল লোক বাহাদুরীর সহিত প্রকাশ্যে পাপ করে তাহাদিগকে ক্ষমা করিবেন না।
২৫। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি পিতা মাতা বা কোন একজনের কবর সপ্তাহে একবার জিয়ারত করে তাহার গুনাহ মাফ করিয়া দেওয়া হয় এবং বাধ্য সন্তান বলিয়া তাহার নাম লিখা হয়।
২৬। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- পেশাব সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন কর। কেন না অধিকতর কবরেরর আযাব ইহার জন্যই হইবে।
২৭। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি আমার উপর দুরুদ পড়া ভুলে গিয়েছে সে বেহেস্তের পথ ভুলিয়া গিয়াছে।
২৮। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যাহারা স্ত্রী লোকদের পর্দায় রাখেনা বা পর্দায় রাখতে শাসন করে না এবং তাহাদিগকে কোন কুকার্য করিতে দেখিলেও মানা করেনা তাহারাই দাইউছ। দাইউছ বেহেস্তের সুগন্ধি কিছুই পাইবে না। তাহাকে ৫০০ বৎসর দূর হইতে দোযখে ফেলিয়া দিবে। তাহাদের জন্য বেহেস্ত হারাম।
২৯। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যাহার অন্তরের মধ্যে সরিষা পরিমান অহংকার থাকিবে সে বেহেস্তে যাইবে না।
৩০। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যেরুপ পানি দ্বারা শস্য উৎপাদন হয় সেরুপ গান বাজনা দ্বারা মানুষের মনে মোনাফেকী ও কপটতার বীজ অংকুরীত হয়।
৩১। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে উত্তমরুপে অযু করে তাহার সমস্ত গুনাহ শরীরর হইতে বাহির হইয়া যায়। এমননি নখর হইতেও বাহির হইয়া যায়।
৩২। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- আল্লাহর তায়ালার নিকট জামায়াতের নামায খুবই পছন্দনীয়।
৩৩। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি এলেমের একটি অধ্যায় এই নিয়তে শিক্ষা করিল যে, তদ্বারা লোকদিগকে শিক্ষা দিবে তাহাকে ৭০ জন শহিদের নেক দান করা হইবে।
৩৪। যে ব্যক্তি দ্বীনের এলেম দুনিয়া কামাইর উদ্দেশ্যে হাসিল করে কেয়ামতের দিন ঐ ব্যক্তি জান্নাতের গন্ধ ও পাইবে না।
৩৫। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- আলেকদের মুখ দর্শন করাও নেকের কাজ।
৩৬। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে গৃহে আল্লাহর যিকির হয় আকাশ হইতে ফেরেস্তারা তাকে এতই উজ্জল দেখেন, আমরা দুনিয়াবাসীরা আকাশের তারকারাশি যেমন উজ্জল দেখি।
৩৭। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যাহাদের চেহারা দেখিলেই আল্লাহর কথা স্মরন হয় তাহারই আল্লাহর ওলী।
৩৮। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- যে আল্লাহর নিকট কিছু চায়না আল্লাহ তাহার প্রতি অসন্তুষ্ট থাকেন।
৩৯। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- দেহের জন্য যেরুপ মস্তক, দীনের জন্য সেরুপ নামায।
৪০। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- হারামের গন্ধ নাই এমন হালাল বস্তু যে ৪০ দিন খায় আল্লাহ তাহার দিলকে দীনের নূরে নূরানী করিয়া দেন এবং তাহার দিলে হেকমতের (জ্ঞানের) ঝর্না যারী করিয়া দেন।
আসুন আমরা যতটুকু পারি আমল করার চেষ্টা করি।

No comments:

Post a Comment